দুর্নীতির বিরুদ্ধে স্কুল পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী শিক্ষা সামগ্রী বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন।
মঙ্গলবার দুপুরে আটোয়ারী উপজেলার আলোখোয়া ইউনিয়নের বড় শিঙ্গিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। এসময় দুর্নীতি দমন কমিশনের দিনাজপুর বিভাগীয় অঞ্চলের বিভিন্ন কর্মকতারা উপস্থিত ছিলেন ।
এসময় বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থীর হাতে ‘দেশপ্রেমের শপথ নিন,দুর্নীতিকে বিদায় দিন, সততাই সবচেয়ে ভালো নীতি ইত্যাদি দুর্নীতি বিরোধী স্লোগান সমৃদ্ধ খাতা, জ্যামিতি বক্স তুলে দেয়া হয়।
বিডি-প্রতিদিন/ ০৪ অক্টোবর, ২০১৬/ আফরোজ