নির্ধারিত সময়ে চাল বিতরণ না করায় ফজলুল হক নামের এক ডিলারকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের শান্তিরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
সূত্র জানায়, মঙ্গলবার সকালে কার্ডধারীদের মধ্যে ১০টাকা কেজি চাল দেয়ার কথা থাকলেও ডিলার ফজলুল হক চাল বিতরণ করেননি। এ অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদার তাকে আটক করেন।
বিডি প্রতিদিন/৪ অক্টোবর, ২০১৬/ফারজানা