কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার আলকরা ইউনিয়নের পূর্ব সোনাইছা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে জসিম উদ্দিন (৩২) ও গোলাইকরা গ্রামের মৃত আলী মিয়ার পুত্র জামাল উদ্দিন (৩৯)।
বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান জানান, দণ্ডপ্রাপ্তদেরকে সোনাইছা এলাকা থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিবার রাতে আটক করা হয়।