নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের উত্তর কদমতলী এলাকায় তিন মাসের শিশু চুরির অভিযোগে দুলফুল বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ মাসের একটি শিশু। আজ দুপুরে শিশুটিকে উদ্ধার করার পর থেকে এলাকায় শিশু চোরের আতঙ্ক বিরাজ করছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, শিশু চুরির অভিযোগে স্থানীয় বাসিন্দারা এক নারীকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার