নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীর্ষ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ ভোররাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকার আমির হোসেনের ছেলে সুজন, মৃত মোহাম্মদ আলীর ছেলে খায়ের ও মাছিমপুর এলাকার আব্দুল জলিলের ছেলে আব্দুর রশিদ।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রদরুদ্দোজা মাহমুদ জানান, সুজন, খায়ের ও আব্দুর রশিদ দীর্ঘ দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছে। আজ ভোররাতে ২৪৫ পিছ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার