মাদারীপুরের টেকেরহাট বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় সোমবার বিকালে রাজা মাতুব্বর নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যবসায়ী মাদারীপুর পুরান বাজার এলাকার জব্বর মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার রাজৈর উপজেলা টেকেরহাট বাসস্ট্যান্ডে মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি দ্রুতগামি একটি পরিবহণ ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
রাজৈর থানার ওসি কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন