চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের বিল থেকে জাহাঙ্গীর আলম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকাল ৫টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর আলম কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের আলী হোসেনের ছেলে।
আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন জানান, আলী হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে দুখু মিয়া রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের বিলে আজ বিকালে একটি লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা পুলিশে খবর দেয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, হাত-পা বেঁধে শ্বাসরোধে দুখু মিয়াকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার