লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ বিকালে অনুুষ্ঠিত হয়েছে। স্থানীয় দক্ষিন টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে ইউনিয় যুবলীগের আহবায়ক নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহবায়ক এ কে এম সালাহ উদ্দিন টিপু।
সম্মেলনে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামান রিপন, বায়েজিত ভূঁইয়া, মোফাচ্ছের হোসেন সুন্নু, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সৈয়দ নুরুল আমিন, সাধারণ সম্পাদক নজরুল মাষ্টার, যুবলীগ নেতা তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, মাহবুবুল হক, অ্যাডভোকট সুজন, মিজান পাটোয়ারী, শামছুল আরেফিন লিটন, ইসমাইল হোসেন, হারুনুর রশিদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার