কিশোরগঞ্জের ভাষা সৈনিক হেদায়েত হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে....রাজিউন)। আজ সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ও চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
ভাষা সৈনিক হেদায়েত হোসেন তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আগামীকাল মঙ্গলবার জোহরের নামাজের পর কিশোরগঞ্জের শহীদী মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা এবং শহরের হয়বতনগর গোরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ