নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মাদক ব্যবসায়ীরা বৃদ্ধাসহ ৩ নারীকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ দুপুরে উপজেলার ভোলাব এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মাদক ব্যবসায়ীরা তাদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি, তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার