নোয়াখালীর সদর উপজেলায় নিপু আক্তার ( ২৬) নামে এক ইয়াবা ব্যসায়ীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সাজাপ্রাপ্ত নিপু আক্তার ওই উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী গ্রামের হারুন অর রশিদের মেয়ে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ সাজা প্রদান করে সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম মাইজদীর নিজ বাড়ি থেকে নিপুকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম ১ বছরের কারাদণ্ড দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন