সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নে আছিয়া খাতুন নামে এক গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে ওই ইউনিয়নের চাপারডাঙ্গী গ্রামে একটি চিংড়ির ঘেরের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে আছিয়ার স্বামী ও তার বন্ধুকে আটক করেছে পুলিশ। এরা হলেন, আমজাদ গাজী ও তার বন্ধু কবীর।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিতীয় বিয়ে করার পর আমজাদ গাজীর সাথে তার স্ত্রীর মাঝে মধ্যেই ঝগড়া লাগতো। এর জের ধরে আমজাদ তার বন্ধু কবীরের সহযোগিতায় আছিয়াকে হত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। রাতে ঘেরের মালিক রক্তের দাগ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে আছিয়ার বস্তাবন্দি লাশ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৬/হিমেল