শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্য হাতির আক্রমণে ইয়ার হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার রানীশিমুল ইউনিয়নের বালিজুরি গ্রামে রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এনিয়ে গত ৭ দিনে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় বন্য হাতির আক্রমণে নারীসহ ৭ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিজুরি এলাকায় রাতে ৫০-৬০টি হাতি নেমে আসলে বৃদ্ধ ইয়ার হোসেন বসতঘর থেকে বের হলেএকটি হাতি তাকে শুড় দিয়ে পেঁচিয়ে পায়ের নিচে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৬/হিমেল