আশুলিয়ার জামগড়া এলাকা থেকে আফরোজা (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জামগড়া বেরন এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত আফরোজা লালমনিরহাটের কুলাইহাট গ্রামের মোতালেব আলীর মেয়ে। তিনি ওই এলাকায় ভাড়া থাকতেন এবং পোশাক শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।
জানা যায়, সন্ধ্যার পর থেকে আফরোজার ঘর বন্ধ থাকায় আশে পাশের লোকজন পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আফরোজার লাশ উদ্ধার করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৬/হিমেল