মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া পাখির মোড়ে দু'টি গাড়ির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কুমিল্লা জেলার হোমনা থানার রামকৃষ্ণভোগ গ্রামের শিকদার মিয়ার ছেলে মো. শামিম (৩৪) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কলাকান্দি গ্রামের আলামিনের ছেলে মো. ইয়ামিন (৪০)।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান রাজ জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে গজারিয়ার বাউশিয়া পাখির মোড়ে একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের দুইজন নিহত হয়।
বিডি-প্রতিদিন/ ১৮ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন