কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ (৩৬) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মিয়াবাজার বালিকা বিদ্যালয়ের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ধারণা, অন্য কোথাও হত্যা শেষে লাশটি সোমবার রাতের কোন এক সময় মিয়াবাজারে ফেলে যায় দুর্বৃত্তরা। লাশটির পরনে গেঞ্জি ও লুঙ্গি ছিল।
চৌদ্দগ্রাম থানার এসআই বছির উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ ১৮ অক্টোবর, ২০১৬/ আফরোজ