ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের মধ্য ভাষানচর গ্রামের একটি মেহগনি বাগান থেকে হেলেনা বেগম (৫৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত হেলেনা বেগমের স্বামী আবদুস সাত্তার শেখ ৪ বছর আগে মারা যায়। হেলেনা বেগম তার ছোট ছেলের সাথে একই বাড়িতে থাকতেন।
নিহতের ছেলের স্ত্রী সামিয়া বেগম জানান, গতকাল রাত আটটার দিকে হেলেনা বেগম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে বাড়ীর পার্শ্ববর্তী গাজী বেপারীর মেহগনি বাগানের ভেতর লাশটি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে কোতয়ালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। হেলেনা বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। স্থানীয়দের ধারণা পাশবিক নির্যাতনের পর হেলেনা বেগমকে হত্যা করা হয়ে থাকতে পারে।
নিহতের ছেলে-মেয়ের দাবি তাদের মাকে হত্যা করা হয়েছে। কোতয়ালী মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরই আসল ঘটনা জানা যাবে।
বিডি-প্রতিদিন/ ১৮ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন