কুমিল্লার চৌদ্দগ্রামে দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও চক্ষু হাসপাতাল কুমিল্লা। এ উপলক্ষে আজ সকালে কাশিনগর ইউপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাছির উদ্দিন।
উপজেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক ও কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা চক্ষু হাসপাতালের প্রজেক্ট ম্যানেজার তপন সেন গুপ্ত, কমিউনিটি ক্লিনিকের উপ-সহকারী জাকির হোসেন, কাশিনগর ইউনিয়ন আ’লীগ সভাপতি মোখলেছুর রহমান, কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ।
বিডি-প্রতিদিন/এ মজুমদার