সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের হাতে আটক জেএমবি’র আত্মঘাতী স্কোয়াডের নারী সদস্য আকলিমার (২৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ দুপুর সাড়ে বারটার দিকে শুনানি শেষে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরিফুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহেদুজ্জামান জানান, সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে জেএমবি'র আত্মঘাতি স্কোয়াডের নারী সদস্য আছিয়া খাতুন আকলিমাকে আটক করা হয়েছে। তিন দিনের রিমান্ড মঞ্জুরের পরপরই তাকে ডিবি পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার