বাগেরহাটের শরণখোলায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় দুই ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সভাপতিসহ ৭ জনের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলো, উপজেলার উত্তর কদমতলা গ্রামের মো. হালিম শিকদারের ছেলে মো. শামীম হাসান (২৩) ও নলবুনিয়া গ্রামের মো. আলতাফ তালুকদারের ছেলে মো. নুর হোসেন তালুকদার (৩০)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তিকারী দু'জনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের ধরতে চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার