চাকরি নিয়মিতকরণসহ পাঁচ দফা দাবিতে সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারগণ তিনদিনের কর্মবিরতি শুরু করেছেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এ উপলক্ষে সকালে সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মচারীরা।
এসময় বক্তারা বলেন, সরকার দৈনিক ও চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মচারী নিয়োগ বন্ধের জন্য আইন করলেও বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি তা মানছে না। তাই অস্থায়ী ভিত্তিতে নিয়োগকৃত মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চাকরি নিয়মিতকরণসহ পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে বলেও জানান তারা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ