দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের ৪দিন পর পুকুর থেকে মো. আব্দুস সাত্তার (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ দুপুর ২ টায় বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করে এলাকাবাসী। নিহত সাত্তার মোহনপুর ইউপি'র মাটিয়াকুড়া হঠাৎপাড়া গ্রামের মৃত আসেদ আলীর ছেলে।
মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. জাকির হোসেন জানান, গত শুক্রবার নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে যান তার পিতা মো. আব্দুস সাত্তার। এরপর আর বাড়ি ফিরে আসেননি। সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর নিয়ে কোথাও তাকে পাওয়া যায়নি।
মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিদুল ইসলাম মাষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ হওয়ার বিষয়টি পরিবারের লোকজন মৌখিক ভাবে জানিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/এ মজুমদার