ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে গড়াই পরিবহণের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ