বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো, ওই গ্রামের মো. ইলিয়াস ব্যাপারীর মেয়ে ইশা মনি (৪) ও আলমগীর হোসেনের ছেলে আবদুল্লাহ ব্যাপারী (৫)। সম্পর্কে এরা দুইজন চাচাতো ভাই-বোন।
জানা জানা, উপজেলার বংকুড়া গ্রামের শিশু দুটি বেলা ১২টার দিকে নিজ বাড়ির উঠানে খেলতেছিলো। এক পর্যায়ে দুই পরিবারের সদস্যদের অজ্ঞাতে তারা দুইজন খেলতে খেলতে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়।
গৌরনদী থানার ওসি মো. আলাউদ্দিন মিলন বংকুড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এ মজুমদার