লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় লেগুনা খাদে পড়ে চালক ও হেলপারসহ ১৪ যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলে যাত্রীবাহী একটি লেগুনা লক্ষ্মীপুর থেকে রামগতি যাচ্ছিল। পথে তোরাবগঞ্জ এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চালক ও হেলপারসহ ১৪ যাত্রী আহত হন।
বিডি প্রতিদিন/ ১৮ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম