পুলিশি হয়রানি বন্ধ, সওজের ইজারা মাশুল অস্বাভাবিক বৃদ্ধি, পরিবহন কমিশন, ট্যাংকলরির ভাড়া বাড়ানো, পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ উদ্যোগ বন্ধ করাসহ ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের বার্মাষ্ট্যান্ড এলাকায় পরিষদের ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ঢাকা বিভাগীয় ঐক্য পরিষদের সদস্য সচিব হাজী আব্দুল মতিন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. নাজমুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের কার্যকারী সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী রেজাউল করিম, পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন পদ্মা ডিপো শাখার সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, সাধারণ সম্পাদক হাজী মো. ফজল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রধান, হাজী সাইজউদ্দিন মাতবর, ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশন ঢাকা বিভাগীয় সভাপতি আনোয়ার হোসেন মেহেদী, ট্যাংকলরি ওনার্স এসাসিয়েশন মেঘনা শাখার সভাপতি মতিউর রহমান মতি, বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা শাখার সভাপতি জাহিদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সওজের ইজারা মাশুল ২৪ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৩ লাখ ৩৭ হাজার টাকা করা হয়েছে, যা অস্বাভাবিক। এসময় বক্তারা তেল পরিবহনে কমিশন ও গাড়ি ভাড়া বৃদ্ধির দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, পুলিশ কাগজ-পত্র চেক করার নামে রাস্তায় তেল বহনকারী ট্যাংকলরি দাঁড় করিয়ে চালক-হেলপারদের সাথে অশোভন আচরণ করে। এসময় পুলিশ জোরপূর্বক তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার/এস আহমেদ