দিনাজপুরের পার্বতীপুরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে মঙ্গলবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়।
ধর্ষণের শিকার শিশুটি পার্বতীপুরের বালিকা বিদ্যাপীঠ স্কুলের ছাত্রী।
স্থানীয়রা জানান, গত সোমবার সকাল ১০টায় পার্বতীপুর শহরের রুস্তম নগর মহল্লার আদর্শ কলেজ পাড়ার জনৈকের কন্যাকে (১৪) বাড়িতে একা পেয়ে একই মহল্লার আ. সাত্তারের ছেলে আনোয়ার হোসেন (২৫) ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে শিশুটির মা সোমবার রাতে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পার্বতীপুর থানায় মামলা করেন।
অভিযোগের প্রেক্ষিতে পুলিশ শহরের রুস্তমনগরের বাড়ি থেকে সোমবার রাতে অভিযুক্ত আনোয়ার হোসেন (২৫)কে গ্রেফতার করে এবং মঙ্গলবার তাকে জেলা কারাগারে পাঠায়।
মামলার তদন্ত কর্মকর্তা ও পার্বতীপুর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক আ. হাকিম জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। তবে অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। মামলা নং-১৪।
বিডি-প্রতিদিন/এস আহমেদ