এবারই প্রথম লালমনিরহাট জেলার ৫৯টি বিলুপ্ত ছিটমহলের ১০ হাজারেরও বেশি নাগরিক নিজেদের নির্বাচিত প্রতিনিধি পাবেন। আগামী ৩১ অক্টোবর লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহল সংযুক্ত নয়টি ইউনিয়নের নির্বাচন। নির্বাচনের আর মাত্র ১২দিন বাকি। তাই ইউনিয়নগুলোতে জমে উঠেছে প্রচার-প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররাও চুলচেরা বিশ্লেষণ করছেন, কে হবেন তাদের অভিভাবক।
নির্বাচনে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন পিতা-পুত্র। পিতা আবুল কালাম আজাদ বসুনিয়া নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। পুত্র আলিম আল জাকির বসুনিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মার্কায় ভোটের প্রচারণা চালাচ্ছেন। উভয়েরই প্রচার-প্রচারণা তুঙ্গে। এখানে ভোটার সংখ্যা ১৮ হাজার ৫৫৩ জন। জয়ের ব্যাপারে পিতা-পুত্র দুই জনেই আশাবাদী।
একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সহোদর দুই ভাই প্রার্থী হয়েছেন। বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান আব্দুল করিম প্রধান ধানের শীষ প্রতীকে নির্বাচনে নেমেছেন। তার ছোট ভাই আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নেমেছেন। এখানে ভোটার সংখ্যা ১৭ হাজার ৫৯১ জন ।
উল্লেখ্য, বিলুপ্ত ছিটমহল জটিলতার কারণে লালমনিরহাট জেলার তিন সদর উপজেলা, হাতীবান্ধা ও পাটগ্রামের মোট নয়টি ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত ছিল।
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৬/ফারজানা