ময়মনসিংহের গফরগাঁওয়ে সোহেল (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রেলওয়ে মসজিদের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সোহেল নাটোরের লালপুর উপজেলার খানপুর গ্রামের রফিকুল ইসলাম হামজুর ছেলে।
গফরগাঁও থানাও ওসি মাহবুব আলম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর এটি হত্যাকাণ্ড কিনা তা বলা যাবে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সোহেল গফরগাঁও পৌর এলাকার রাঘাইচটি গ্রামের আব্দুল খালেকের মেয়ে তাছলিমাকে বিয়ে করে গত পাঁচ বছর যাবত ওই এলাকায় বসবাস করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে টিকিট কালোবাজারি করার অপরাধে ১৫দিনের সাজা ভোগ করেন তিনি। গত সোমবার দুপুরে সোহেল বাসা থেকে দুপুরের খাবার খেয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে রাতে আর ফিরে আসেনি।
নিহতের স্ত্রী তাছলিমা আক্তারের অভিযোগ, রেলের টিকিট কালোবাজারিরা তাকে আগের পেশায় ফিরতে চাপ দিচ্ছিল। এ জন্যই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ