কান্না করার অপরাধে জেহাদী হোসেন নামের ৪ মাস বয়সী এক সন্তানকে গলাটিপে হত্যার পর মাটিতে পূতে রাখল এক প্রতিবন্ধী মা।
বুধবার বেলা ১২টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি কলতারপাড় এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত জেহাদী হোসেন বড়াইবাড়ি কলতারপাড় গ্রামের আবু হাসান ও ইনছেনা বেগমের একমাত্র ছেলে।
পলাশী ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান আসাদ জানান, ভূমিহীন আবু হাসান ঢাকায় রিক্সা চালায়। তার একমাত্র সন্তান জেহাদীকে নিয়ে ওই বাড়িতে থাকত মানসিক প্রতিবন্ধী স্ত্রী ইনছেনা বেগম(২৩)।
বুধবার সকালে জেহাদী কান্না করায় ক্ষিপ্ত হয়ে ইনছেনা তাকে গলাটিপে হত্যা করে একটি ডোবায় পুতে রাখে। এরপর ইনছেনা বেগম সন্তানের খোঁজ চেয়ে চিৎকার করলে স্থানীয়রা খোঁজা-খুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবায় পুতে রাখার শিশুটির পা দুইটি দেখতে পায়। শিশুটির মরদেহ উদ্ধারের পর ঘাতক মা ইনছেনাকে আটক করে পুলিশে খবর দেয় গ্রামবাসীরা।
আদিতমারী থানার পরিদর্শক(ওসি-তদন্ত) ফিরজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক মাকে আটক করা হয়েছে।