ফেনীর ছাগলনাইয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহাদাত হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার রাতে ছাগলনাইয়া কলেজ রোড এলাকায় বালিকা বিদ্যালয়ের গেইটে এই ঘটনা ঘটে।
নিহত শাহাদাত পৌরসভার পূর্ব ছাগলনাইয়া গ্রামের ছলিম উল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে এক রিকশাচালক তার রিকশায় করে দোকানের সাটার বহন করার সময় বাজারের তারেক মেটালের কর্মচারী বেলাল আহমেদ (২৮) এর গায়ে লাগে। এতে সে ক্ষিপ্ত হয়ে রিকশাচালককে মারধর করে। ঘটনাটি দেখতে পেয়ে খান মেটালের মালিক আবু বক্কর এর প্রতিবাদ করলে তাদের দুইজনের মধ্যে হাতাহাতির ঘটান ঘটে। এর জের ধরে রাত ৭টার দিকে আবু বক্করের ভাই শাহাদাতকে ছুরিকাঘাত করে বেলাল। এসময় তার ছুরিকাঘাতে আবু বক্কর (১৮) ও মো. ওসমানও (১৯) আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে শাহাদাতকে রাতে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, ব্যক্তিগত বিরোধের জের ধরে শাহাদাতকে খুন করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ ১৭ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১০