কুমিল্লার চৌদ্দগ্রামে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন উপজেলার বাতিসা ইউনিয়নের দৈয়ারা গ্রামের গেদু মিয়ার আবুল হাশেম(৩৬) ও পাঠানন্দী পশ্চিম পাড়ার মৃত আবদুল গফুরের পুত্র আবদুল হান্নান(৩০)।
বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান চৌদ্দগ্রাম থানার এসআই হোসাইন।
তিনি বলেন, ওসি তদন্ত শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে বুধবার রাতে চৌদ্দগ্রাম বাজারে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়। হান্নান চৌদ্দগ্রাম বাজারের আবদুল জলিল শপিং মলের তানহা ফ্যাশনের কর্মচারী ও হাশেমের চৌদ্দগ্রাম জামে মসজিদ রোডে একটি টং দোকান রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আটককৃত দুই যুবক চৌদ্দগ্রাম বাজারে টং দোকান ও কাপড় দোকানের অন্তরালে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/মাহবুব