পঞ্চগড়ের জগদল এলাকায় বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলেই এবং অপরজনকে সদর হাসপাতালে ভর্তি করার জন্য নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকার জয়নুলের ছেলে আশরাফুল ইসলাম (২০) এবং একই এলাকার নুর আলমের ছেলে দেলোয়ার হোসেন (২০)। এ ঘটনায় আহত করতোয়া চা কারখানার তিন শ্রমিকের একজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ।
প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, নিহতরা মোটরসাইকেল যোগে পঞ্চগড় জেলা শহরে আসছিলেন। এসময় বাংলাবান্ধা-ঢাকা মহসড়কের জগদল এলাকায় দুটি ট্রাকের ওভার ক্রসিংয়ের সময় চাপা পড়েন মোটর সাইকেল আরোহীরা।
পঞ্চগড় সদর থানার এস আই কায়ুম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৭