দশ বছর বয়সী শিশু মিনারা ওরফে মিম নামে এক গৃহপরিচারিকাকে হত্যার অভিযোগ করেছে শিশুটির পরিবার। বাগেরহাটের চিতলমারীতে আজ দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে এলাকাবাসী। হত্যাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাঠিপাড়া এলাকাবাসী এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।
মিমের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চিতলমারী উপজেলার কাঠিপাড়া গ্রামের হতদরিদ্র মোরসেল সরদারের ১০ বছরের শিশু কন্যা মিনারা খাতুন মিম অভাবের তাড়নায় ঢাকায় ব্যাংকার রুহুল আমীন ও পলি দম্পতির বাসায় এক বছর আগে কাজ করতে আসে। গত বুধবার দুপুরে মিমের মা আনজিরা বেগম ফোনে জানতে পারেন, তার মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে মিমের লাশ গ্রামের বাড়ি কাঠিপাড়া পৌঁছলে তার পরিবার ও এলাকাবাসী এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করে।
বাগেরহাটের চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বলেন, নিহত শিশুর লাশের ময়না তদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় ঢাকার খিলগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং ৩৯৮) দায়ের করা হয়েছে। ওই রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার