নোয়াখালীর সোনাপুর জিরো পয়েন্টের সিএনজি স্টেশন থেকে শুক্রবার রাতে ধর্ষণ মামলার পলাতক আসামি মাসুদকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা।
ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি কলোল কুমার দত্তের নেতৃত্বে অভিযান চালায় র্যাব সদস্যরা।
মাসুদুর রহমান মাসুদ (৩০) সদর উপজেলার পশ্চিম চর উরিয়া (মাইজদী বেলালের বাড়ী) বেলাল হোসেনের ছেলে।
র্যাব-১১, সিপিসি-৩ ও লক্ষ্মীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গ্রেফতার মাসুদুর রহমান মাসুদ জিজ্ঞাসাবাদে জানিয়েছে তার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে এবং সে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিল।
গ্রফতারকৃত আসামিকে সাধারণ ডায়েরি মূলে সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ