ঝিনাইদহের শৈলকুপায় মূল্যবান লক্ষ্মীমূর্তিসহ ধাতব মুদ্রা উদ্ধার করেছে এলাকাবাসী। শৈলকুপার হাসপাতাল মসজিদের পাশ থেকে ওই ধাতব বস্তু উদ্ধার করে স্থানীয়রা পুলিশের কাছে তুলে দেয়া হয়।
পুলিশ জানায়, সোনালী রং এর প্রায় আধা কেজি ওজনের ৪ ইঞ্চি উচ্চতার ধাতব মূর্তিটি একটি পূর্ণাঙ্গ লক্ষ্মী মূর্তি। এছাড়া ১ভরি ওজনের রুপার একটি ধাতব মুদ্রা পাওয়া গেছে যা রাজা সপ্তম এডওয়ার্ডের সময়কালের। পয়সাটির গায়ে ১৯০৩ সাল লেখা আছে।
শৈলকুপা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার জানান, উদ্ধারকৃত মূর্তি ও পয়সা প্রাচীন যুগের নিদর্শন ও মূল্যবান বস্তু। এটি সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৬/হিমেল