লক্ষ্মীপুরের রায়পুরে মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইমাম মুয়াজ্জিন সমিতি।
আজ সকালে শহরের প্রধান সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন থেকে রাখাইনে মুসলিমদের হত্যা, জঘন্য অত্যাচার, অমানবিক নির্যাতন ও দমন-পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এ সময় ইমাম মুয়াজ্জিন সমিতির সভাপতি মাওলানা সালেহ্ আহম্মদ, সহ-সভাপতি রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন, মাওলানা মোঃ মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা বশির আহম্মদ আল হেলাল বক্তব্য রাখেন।
উপজেলার বিভিন্ন মসজিদ থেকে প্রায় ৩ শতাধিক ইমাম-মুয়াজ্জিন মানববন্ধনে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৬/হিমেল