ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে ৩ প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। প্রার্থীতা প্রত্যাহারের ধার্য্য দিন রবিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত ঝালকাঠি সাধারণ-৩ আসন থেকে চন্দ্র শেখর হালদার, নলছিটি ১৪ আসন থেকে মোজাম্মেল হোসেন এবং সংরক্ষিত-৩ আসন থেকে নাজনীন আঁখি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে ঝালকাঠি জেলার ১৫টি সাধারণ আসনের মধ্যে ঝালকাঠি-৫ আসনে এবং সংরক্ষিত-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে।
সাধারণ ৫ আসনে আব্দুস সোবাহান খান মো. গিয়াস উদ্দিন ও মো. ইদ্রীস আলী এবং সংরক্ষিত ২ আসনে নাছরীন সুলতানা মুন্নি ও লিপি বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলার ১৫টি আসনের মধ্যে সাধারণ ১৪টি আসন এবং সংরক্ষিত ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচিত হচ্ছেন।
জেলা পরিষদ চেয়ারম্যান পদেও একক প্রার্থী থাকায় বর্তমান জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ