পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগের অপর দুই বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুর মোহাম্মদ জাহাঙ্গীর সিকদার কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। যদিও আওয়ামী লীগ থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খান মোশারফ হোসেনকে মনোনয়ন দেয়া হয়।
জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালী জেলায় অন্যান্য দলের কেউ নির্বাচনে অংশ না নিলেও আওয়ামী লীগ দলীয় প্রার্থী হয় তিন জন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অবতীর্ণ অপর দুই প্রার্থী কাজী আলমগীর ও জাহাঙ্গীর সিকদার। দলীয়ভাবে তাদেরকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হলেও তারা নির্বাচনে লড়বেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
নির্বাচনে জেলার ৮০টি ইউনিয়নকে ১৫টি সাধারণ ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। আগামীকাল ১২ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবার তারিখ নির্ধারিত রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ