পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রবিবার চেয়ারম্যান পদে একজন ও মেম্বার পদে সাতজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীর নাম মশিউর রহমান মহারাজ।
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম। আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী ছাড়া একই দলের আরও তিনজন মনোনয়ন পত্র জমা দেন। এরা হলেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মসিউর রহমান মহারাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ এবং ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাসুদ। এর মধ্যে মশিউর রহমান মহারাজ তার প্রার্থীতা প্রত্যাহার করায় এখন চেয়ারম্যান পদে লড়বেন তিনজন। এছাড়া জেলায় মোট মনোনয়নপত্র জমা দেওয়া ৭১ জন মেম্বার প্রার্থীর মধ্যে সাতজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ