সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বীর কেউই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে মাঠে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। তার বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন দলের জেলা সম্পাদক মো. নজরুল ইসলাম। জেলা নির্বাচন অফিসার মো. কামরুল হাসান এ তথ্য জানান ।
তিনি আরও জানান, সাধারণ সদস্য পদপ্রার্থী চারজন তাদের মনোয়নপত্র প্রত্যাহার করায় নির্বাচনী মাঠে রয়েছেন ৭৫ জন। এছাড়া সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রার্থীদের ১৯ জনই নির্বাচনী মাঠে রয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ