অপর কোন প্রার্থী না থাকায় দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী। রবিবার সাধারণ ওয়ার্ড সদস্য পদে পাঁচজন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, চেয়ারম্যান পদে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী। এর আগে যাচাই-বাছাইতে বাদ পড়ে স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসেনের মনোনয়নপত্র।
এ ছাড়া নির্বাচনে সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৫০জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ