বরিশালের মুলাদী উপজেলার খাসেরহাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স'মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনায় আরেক শ্রমিক আহত হয়েছেন। মৃত শ্রমিক রিপন আকন পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার বিষ্ণকাঠী এলাকার মনির আকনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খাসেরহাটের জনৈক সিদ্দিক খানের স'মিলে করাতে ধার দিতে গিয়ে মিস্ত্রি মো. কালাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। এ সময় বিদ্যুৎ লাইন বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রিপন আকন।
ঘটনাস্থল পরিদর্শনকারী মুলাদী থানার এসআই কমল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ