রাঙামাটির বিলাইছড়িতে অপহৃত যুবলীগ নেতা দয়াল তঞ্চঙ্গ্যাকে উদ্ধারের দাবিতে উপজেলায় সকাল-সন্ধ্যা অবরোধ পালন করেছে সংগঠনটি। সোমবার সকাল থেকে বিলাইছড়ি উপজেলায় অবরোধের সমর্থনে মাঠে নামে বিলাইছড়ি উপজেলা যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অবরোধের কারণে রাঙামাটি শহরের সাথে উপজেলার সকল ধরণের নৌ চলাচল বন্ধ ছিল। সড়ক পথেও কোন ধরণের যানবাহন চলাচল করেনি। বন্ধ ছিল স্থানীয় হাট-বাজারগুলো। যে কোন নাশকতা এড়াতে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। অবরোধ চলাকালে কোন ধরণের সহিংসতার ঘটনা ঘটেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাতে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার উলুছড়ি এলাকায় নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা দয়াল তঞ্চঙ্গ্যাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অপহৃত দয়াল তঞ্চঙ্গ্যাকে উদ্ধারে নেমেছে পুলিশ। এ ঘটনার জন্য রাঙামাটি জেলা আওয়ামী লীগের নেতারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ