চাঁপাইনবাবগঞ্জে মিশুক-পাওয়ার টিলারের সংঘর্ষে তোফাজ্জল হোসেন (৫৫) নামে এক মিশুকচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর মেলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় মিশুকে থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন।
নিহত মিশুকচালক তোফাজ্জল হোসেন শিবগঞ্জ উপজেলার চককির্তী ইউনিয়নের চাতরা গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে।
এছাড়া আহতরা হচ্ছেন, শিবগঞ্জ উপজেলার কানসাটের তরিকুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম (২২), একই উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের দালালপাড়া গ্রামের বেবী বেগম (৫০), রাজশাহী মিয়াপুর গ্রামের সোলেমান বিশ্বাসের মেয়ে রুপালী বিশ্বাস (২৫) ও জোসনা (২০) ও অজ্ঞাত একজন।
স্থানীয় জানান, সকাল সাড়ে ৭টায় পাঁচজন যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন মিশুকচালক তোফাজ্জল হোসেন। মহারাজপুর মেলার মোড়ে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মিশুকের চালক তোফাজ্জল হোসেনসহ ৬ জন মারাত্মক আহত হন।
আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়ার পথে মারা যান তোফাজ্জল হোসেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
বিডি প্রতিদিন/ ২৩ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম