কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নিখোঁজের তিনদিন পর নুরুল আলম (৪৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে সুতারপাড়া ইউনিয়নের কাছে ধনু নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নুরুল আলম রাজধানীর বাংলামোটর এলাকার বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার বিকেলে ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের করমশি গ্রাম থেকে ৬০-৭০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার করিমগঞ্জের চামড়া ঘাটে যাচ্ছিলো। ট্রলারটি এলংজুরী ইউনিয়নের কাটাখাল নদীতে পৌঁছালে ডাকাতরা ট্রলারটিতে হামলা চালায়। এ সময় ডাকাতের হামলায় নুরুল আলম আহত হয়ে নদীতে পড়ে নিখোঁজ হন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা আজ সকালে তার লাশ নদীতে ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বিডি প্রতিদিন/ ২৩ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম