ভোলায় ৯২০ পিস ইয়াবাসহ মশিউর (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সকালে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়।
মশিউর ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভরতকাঠি গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।
ভোলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল লঞ্চঘাটে অভিযান চালায়। এসময় উপকূল-২ লাঞ্চের যাত্রী মশিউরকে আটক করে তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে ৯২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ২৩ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম