পিরোজপুর শহরের মাছিমপুর এলাকায় নিজ ঘর থেকে আসমা বেগম (২৮) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহতের স্বামী রেজাউল ইসলাম (৩২) পলাতক রয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, রেজাউল ও আসমা উভয়ের বাড়ি সাতক্ষীরা জেলায়। নিহত আসমা বেগম সাতক্ষীরা জেলার তালা উপজেলার শোভালনী গ্রামের শাহজাহান মোড়লের কন্যা। পিরোজপুর শহরের মাছিমপুরে তারা ভাড়াটিয়া হিসেবে থাকতো।
এ বিষয়ে বাড়ির মালিক রুপা বেগম জানান, গত সাত-আট মাস ধরে রেজাউল ও তার স্ত্রী আসমার পাশাপাশি আরও নয় জন তাদের বাসায় ভাড়া থাকছে। সবাই সাতক্ষীরা থেকে পিরোজপুরে খাল কাটার কাজে এসেছে বলে তাকে জানিয়েছে। আজ শুক্রবার সকালে অন্য ভাড়াটিয়া আলমগীর তাকে (রুপা বেগমকে) জানায়, রেজাউল তার স্ত্রীকে মেরে রেখে পালিয়ে গেছে। এরপর সে পিছন থেকে ঘরে ঢুকে দেখতে পায় রেজাউলের স্ত্রীর লাশ গলাকাটা অবস্থায় পড়ে আছে। বিষয়টি সাথে সাথে পিরোজপুর সদর থানার ওসিকে ফোন করে জানান।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত রাতের যে কোন সময় তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় জবাই করে রেজাউল পালিয়ে যায়। তবে ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসায় থাকা ৯ জনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ