গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় আগুনে পুড়ে ফাতেমা বেগম (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ ও স্থানীয়রা নিজ ঘর থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন।
নিহত ফাতেমা বেগম ওই এলাকার মৃত ছাবুদ আলী মোল্লার স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে ফাতেমা বেগম মাটির তৈরি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে তার নাত-বৌ ওই ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার করে বাড়ির লোকজন ডেকে তোলেন। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ফাতেমা বেগমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ