মাগুরায় জামায়াত পরিচালিত আল-আমিন ট্রাস্ট মাদ্রাসা ও এতিমখান থেকে জামায়াতের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে শহরের দরি মাগুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, আটকরা সবাই জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। তারা কোনো নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে জড়ো হয়েছিলো কিনা তা যাচাই-বাছাই করার জন্য তাদের আটক করা হয়েছে।
যাচাই-বাছাই শেষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ